Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
দোল্লাই নবাবপুর ডিগ্রি কলেজ
বিস্তারিত

স্বাধীনাতার পূর্বে চান্দিনা উপজেলার উচ্চ শিক্ষার একমাত্র সুতিকাগার দোল্লাই নোয়াবপুর কলেজটি যাদের অবদানে প্রতিষ্ঠিত হয়েছিল তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করতে হয়। সেই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিগন হলেন মরহুম মো: হাছান আলী বি.এ.বি.টি, স্বর্গীয় বাবু শরৎ চন্দ্র সরকার, মরহুম ওয়ালী আশরাফ মিঞা, মরহুম মো: ইদ্রিস মিয়া মজুমদার, জনাব মো: আব্দুল খালেক মজুমদার, মরহুম মো: ওমর আলী প্রধান, মরহুম মো: আবদুর রব মজুমদার, মরহুম মো: আ: রশিদ মাষ্টার, জনাব জেড এ শামছুল হক সহ অনেকে। দোল্লাই নোয়াবপুর কলেজটি পথ চলা শুরু করে দোল্লাই নোয়াবপুর (আহ:) উচ্চ বিদ্যালয়ের একটি ভবন থেকে। কলেজটি বর্তমান জায়গায় স্থানামত্মর করতে যার নাম শ্রদ্ধার সাথে স্মরন করতে হয় তিনি হলেন চান্দিনায় গন মানুষের নেতা অধ্যাপক মো: আলী আশরাফ এম.পি (সাবেক ডেপুটি স্পীকার)। তাঁর উপার্জিত অর্থেই কলেজের প্রথম ভবনটি নির্মান করা হয়।