স্বাধীনাতার পূর্বে চান্দিনা উপজেলার উচ্চ শিক্ষার একমাত্র সুতিকাগার দোল্লাই নোয়াবপুর কলেজটি যাদের অবদানে প্রতিষ্ঠিত হয়েছিল তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করতে হয়। সেই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিগন হলেন মরহুম মো: হাছান আলী বি.এ.বি.টি, স্বর্গীয় বাবু শরৎ চন্দ্র সরকার, মরহুম ওয়ালী আশরাফ মিঞা, মরহুম মো: ইদ্রিস মিয়া মজুমদার, জনাব মো: আব্দুল খালেক মজুমদার, মরহুম মো: ওমর আলী প্রধান, মরহুম মো: আবদুর রব মজুমদার, মরহুম মো: আ: রশিদ মাষ্টার, জনাব জেড এ শামছুল হক সহ অনেকে। দোল্লাই নোয়াবপুর কলেজটি পথ চলা শুরু করে দোল্লাই নোয়াবপুর (আহ:) উচ্চ বিদ্যালয়ের একটি ভবন থেকে। কলেজটি বর্তমান জায়গায় স্থানামত্মর করতে যার নাম শ্রদ্ধার সাথে স্মরন করতে হয় তিনি হলেন চান্দিনায় গন মানুষের নেতা অধ্যাপক মো: আলী আশরাফ এম.পি (সাবেক ডেপুটি স্পীকার)। তাঁর উপার্জিত অর্থেই কলেজের প্রথম ভবনটি নির্মান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস